দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিক আপ ভ‍্যান , জখম ২৫ জন

26th December 2020 9:44 pm বাঁকুড়া
দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিক আপ ভ‍্যান , জখম ২৫ জন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ২৫ জন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের জোরদা এলাকায় । স্থানীয় সুত্র জানতে পারা যায় ,  একটি পিকআপ ভ্যানে করে প্রায় ২৫ জন বর্ধমানের দিক থেকে কাজ করে বাড়ি ফিরছিল সেই সময় জোরদা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ছাতনা থানার পুলিশ । পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন । এই মুহূর্তে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন । গাড়ি দ্রুত গতিতে চলছিল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।  কালিপদ মূর্মু নামে এক আহত ব্যক্তি বলেন , ড্রাইভার অত্যধিক জোরে গাড়ি চালাচ্ছিল যার কারণে এ দুর্ঘটনা ঘটে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।